বৈশ্বিক জলবায়ু চুক্তি করতে আলোচনা চলছে
জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুদ্ধে বিশ্ব নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার করার একদিন পর মঙ্গলবার জাতিসংঘের আলোচনায় আলোচকরা বৈশ্বিক জলবায়ু চুক্তি করতে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
জলবায়ু প্রশ্নে রাজনৈতিক লক্ষ্যে পৌঁছাতে সোমবার প্যারিসের উপকণ্ঠে ১৫০ টি’রও বেশি দেশের প্রধানরা জড়ো হয়েছেন। অনেকে চলমান সম্মেলনকে জলবায়ু দুর্যোগ এড়ানোর শেষ প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ উদ্বোধনী ভাষণে বলেন, ‘এবারের আন্তর্জাতিক বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা ভবিষ্যত পৃথিবী ও ভবিষ্যত প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, ‘সমগ্র মানবতার সুরক্ষার ভার আপনাদের কাঁধে।’
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, চীনের শি জিনপিং ও অন্যান্য অনেক নেতৃবৃন্দ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসে অঙ্গীকার ব্যক্ত করেছেন। বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী গ্রিস হাউস গ্যাস।
তারা পরবর্তী প্রজন্মের জন্য পৃথিবীর জলবায়ু ব্যবস্থার সুরক্ষার জন্য ২০২০ পরবর্তী একটি চুক্তির অঙ্গীকারও করেন।
ওবামা বলেন, ‘ভবিষ্যত পরিবর্তনের ক্ষমতা আমাদের রয়েছে।’ মার্কিন প্রেসিডেন্ট ওবামা চরম জলবায়ুর কারনে ঝুঁকিপূর্ণ লোকজনকে বাঁচাতে নিজের অঙ্গীকার পুর্নব্যক্ত করতে নিম্নাঞ্চলের দ্বীপরাষ্ট্রের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন।
এদিকে কার্বণ দূষণ এড়াতে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করার জন্য ধনী দেশগুলোর প্রতি ব্যাপক চাপ সৃষ্টি করছে দরিদ্র দেশগুলো।