বিনা তারে সরবরাহ হবে বিদ্যুৎ

এখন বিনা তারে বিদ্যুৎ সরবরাহ হবে। আর তারের প্রয়োজন নেই। ওয়ারলেস এর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ হবে। আর বিনা তারে জ্বলবে লাইট, চার্জ হবে মোবাইল ফোন, ক্যামেরা, চিকিৎসা সরঞ্জাম। ওয়ারলেসের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে বিদ্যুৎ পৌছে দেয়া হচ্ছে।
নতুন এই প্রযুক্তি উদ্ভাবন করেছেন বাংলাদেশের তরুণরা। ইউনাটেড ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীরা। আধুনিক এ প্রযুক্তি উপস্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের বিদ্যুৎ ও জ্বালানি মেলায়। আপাতত এক থেকে তিন সেন্টিমিটার পর্যন্ত ওয়ারলেসের মাধ্যমে বিনা তারে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বিদ্যুৎ ও জ্বালানি মেলা ঘুরে এ তথ্য জানা গেল।
ইউনাইটেড ইউনিভার্সিটির চারজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ডিন ড. এসএম লুৎফুল কবিরের অধীনে  ওয়ারলেসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি আবিষ্কার করেছেন। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস বিভাগের শিক্ষার্থী শামীম মোল্লা, এএসএম মহিবুল্লাহ চৌধুরী, প্রশান্ত কুমার দাস এবং নাজমুস সারওয়ার এক বছর ধরে এই প্রযুক্তি নিয়ে কাজ করেছেন। তাদের এই প্রযুক্তির মাধ্যমে ১ থেকে ৩ মিটার দুরত্ব পর্যন্ত বিনা তারে বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে। প্রাথমিকভাবে এই বিদ্যুৎ গাড়ি, মোবাইল, বালব, ঘড়ি, ক্যামেরাসহ মেডিক্যাল এক্সেসরিজ চার্জ দেয়ার কাজে ব্যবহার করা যাচ্ছে। এর পরিধি আরও বাড়ানো সম্ভব বলে তারা মনে করেন। এক্ষেত্রে সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন তারা।