তেল নয়, সুর্যের আলোয় চলছে গাড়ি

গাড়ির সামনের ঢাকনা খুলে দেখা গেলো ইঞ্জিন নেই। তবে ঢাকনার উপরে আছে সৌর প্যানেল। তাতেই চলছে গাড়ি। না লাগবে তেল, না গ্যাস। এ গাড়ি আবিষ্কার করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তরুন শিক্ষার্থী আহমেদ তৌসিফ চৌধুরী ও তার দল। অবিশ্বাস্য হলেও সত্য এ জন্য তাদের সবমিলিয়ে খরচ হয়েছে এক লাখ ৬০ হাজার টাকা। বিদ্যুৎ ও জ্বালানি মেলায় গাড়িটি প্রদর্শন করা হচ্ছে।
বিদ্যুৎ ও জ্বালানি মেলায় উদ্ভাবনীতে প্রথম পুরস্কার পাওয়া সোলার রিকশা। মোহম্মদ আক্তার হোসেইন। এ উদ্ভাবনীতে তার খরচ হয়েছে ৮৫ হাজার টাকা। রাতে রিকশা চালাতে রিকশার পাদানির নিচে ব্যাটারির রাখার ব্যবস্থা করা হয়েছে।

NAY_7802
ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির মেয়েরা উদ্ভাবন করেছে সৌর চুলা। তারা মেলায় উদ্ভাবনীতে দ্বিতীয়  পুরস্কার পেয়েছে। জামিয়া তাসনিম, শায়লা ইসরাত, আয়শা সিদ্দিকী ও সানজিদা এই চুলা উদ্ভাবন করেছে।

NAY_7810
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্ভাবন করেছে ভ্রাম্যমান সৌর মোটর।  মেলায় তারা তৃতীয় পুরস্কার পেয়েছে।
solar mobile motor