তেল রপ্তানির সিদ্ধান্ত নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
প্রায় চার দশক পর জ্বালানি তেল রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সিনেট এ উদ্যোগে সম্মতি দিয়েছে। সম্প্রতি ইউরোপীয় দেশগুলো নিষেধাজ্ঞা শিথিলের আহ্বান জানিয়েছিল।
মার্কিন সিনেটে শুক্রবার রাজনীতিবিদদের এমন সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্রের তেলের বাজারে ইতিবাচক প্রভাব পড়ে। কয়েক সপ্তাহের টানা দরপতনের পর এদিন আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যায়। ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময়ে আরব দেশগুলোর তেল অবরোধের জের ধরে যুক্তরাষ্ট্র তেল রফতানি নিষিদ্ধ করে। দেশটির সরকারের এক দশমিক এক ট্রিলিয়ন ডলারের ব্যয় ও কর মওকুফ বিলের অংশ হিসেবে এতে সই করেন প্রেসিডেন্ট বারাক ওবামা। দীর্ঘদিনের এ নিষেধাজ্ঞা শিথিলের ফলে তেল আমদানিকারক দেশগুলোর জন্য যুক্তরাষ্ট্র নতুন উৎস হবে।