৫৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে অর্থায়ন করছে আইপিএফএফ

ছবি: বিডি নিউজ

মানিকগঞ্জের সিঙ্গাইরের ৫৫ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্রে  অর্থায়ন করেছে ট্রাস্ট ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড ফিন্যান্সিং ফ্যাসিলিটি (আইপিএফএফ) প্রকল্পের মাধ্যমে ট্রাস্ট ব্যাংক এই ঋণ দেবে। ঢাকা নর্দার্ন পাওয়ার জেনারেশন লিমিটেড বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে।
বুধবার এ উপলক্ষে দুই কোটি ৮৯ লাখ ৭০ হাজার ডলার (প্রায় ২২৮ কোটি টাকা) ঋণ অনুমোদন করেছে আইপিএফএফ।

বিশ্ব ব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডা) এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে এই প্রকল্প চলছে। এথেকে ১১টি বিদ্যুৎ কেন্দ্রে অর্থায়ন করা হয়েছে। যা থেকে ৫৩৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।