সেরা বিদ্যুৎ গ্রাহককে পুরস্কৃত করল ডিপিডিসি
ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানি লি. (ডিপিডিসি) সেরা আবাসিক শিল্প ও বাণিজ্যিক গ্রাহককে পুরস্কার দিল। ৩৬টি এনওসিএসের (আঞ্চলিক অফিস) মোট ১০৮জন গ্রাহককে এই পুরস্কার দেয়া হয়েছে। একই সাথে সেরা বিদ্যুৎ কর্মী হিসেবে পুরস্কার পেল ডিপিডিসির ২৬ জন কর্মকর্তা-কর্মচারী।
রোববার বিদ্যুৎ ভবনের মুক্তি হলে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. নজরুল হাসান সেরা গ্রাহক ও কর্মীকে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিপিডিসি’র নির্বাহী পরিচালক (প্রকৌশল) মো. রমিজউদ্দিন সরকার। নির্বাহী পরিচালক (অর্থ) মো. গোলাম মোস্তফাসহ ডিপিডিসির প্রধান প্রকৌশলী ও উর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সেরা শিল্প গ্রাহক পশ্চিম মুন্সিগঞ্জের মুক্তারপুরের এম আই সিমেন্টের মো. মিজানুর রহমান। সেরা বাণিজ্যিক গ্রাহক নারায়ণগঞ্জ ক্লাব লি এর পরিচালক মো. মাহফুজুর রহমান খান এবং সেরা আবাসিক গ্রাহক হিসেবে ইন্দিরা রোডের ফরহাদ আহমেদ চৌধুরি পুরস্কার পেয়েছেন।
ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বলেন, ডিপিডিসি গ্রাহকদের মান বাড়াতে কর্তৃপক্ষ বদ্ধপরিকর। আগামীতে গ্রাহকের সাথে ডিপিডিসির যোগাযোগ আরও বাড়ানো হবে।