বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য উৎপাদন ও ব্যবহারের বিকল্প নেই: বিএসটিআই

বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য উৎপাদন ও ব্যবহারের বিকল্প নেই। বুধবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উদ্যোগে বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য উৎপাদন, বাজারজাত করণ এবং বিক্রয় বিষয়ক গণসচেতনতা মূলক সেমিনারে বক্তারা এ কথা বলেন। রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআইর প্রধান কার্যালয়ে আয়োজিত সেমিনারের সভাপতিত্ব করেন সংস্থার পরিচালক আবদুল মতিন।
সেমিনারে বক্তব্য রাখেন বিএসটিআইর উপ-পরিচালক সেলিম রেজা, প্রকল্প পরিচালক বিলকিস বেগম। এছাড়া অনুষ্ঠানে এইচআরসি লাইটস, বিআরবি ক্যাবলস, ট্রান্সকম ইলেকট্রনিক্স, যমুনা ইলেকট্রনিক্স, ওয়ালটন, এনার্জিপ্যাক, সুপার স্টার, পান্না ইলেকট্রনিক্স, চায়না বাংলাদেশ ইলেট্রনিক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিএসটিআইর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।