বিদ্যুতের আলো পেলো বেনাপোলের ৮৬ পরিবার
বিদ্যুতের আলো পেলো বেনাপোলের কলেজ রোড মধ্যপাড়া গ্রামের ৮৬ টি পরিবার। শুক্রবার বিকালে সুইচ টিপে নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইনের শুভ উদ্বোধন করেন যশোর ১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
১ কি: মি: এলাকায় ৯ লাখ ৪৭ হাজার টাকা ব্যয়ে নতুন এ বিদ্যুৎ লাইনের সংযোগ দেয়া হয়েছে।
বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু।
সাংসদ আফিল উদ্দিন বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। আগামী এক বছরের মধ্যে সারাদেশে মানুষের ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দেবে সরকার।