গ্যাস সংকট নিরসনের দাবিতে চট্টগ্রামে বিএনপির মানববন্ধন
চট্টগ্রামের গ্যাস সংকট নিরসনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বিএনপি। শনিবার সকালে নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে এ কর্মসূচি পালন করে নগর বিএনপি।
সমাবেশে বক্তব্য রাখেন নগর বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, ডবলমুরিং থানা বিএনপির সভাপতি এস এম সাইফুল আলম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আনু মোহাম্মদ শামীম, যুবদলের কেন্দ্রিয় সদস্য ইয়াছিন চৌধুরী লিটন, বিএনপি নেতা শাহ আলম, মহিলা দলের মনোয়ারা বেগম মনি প্রমুখ।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রামে গ্যাস সংকটের নিরসন না হলে হরতাল অবরোধসহ লাগাতার কর্মসূচি দেয়া হবে। তারা বলেন, প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নের কথা বলে চট্টগ্রামবাসীর সঙ্গে প্রতারণা করেছেন। চট্টগ্রামবাসীকে উন্নয়নের অন্ধকারে রেখে প্রতিটি ক্ষেত্রে বঞ্চিত করছেন। চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না করে গ্যাস সংকট সৃষ্টি করা হয়েছে।
সরকার বার বার গ্যাসের মূল্য বৃদ্ধি করলেও জনগণকে চাহিদা পরিমাণ গ্যাস সরবরাহ দিতে পারছে না অভিযোগ করে বক্তারা আরো বলেন, সারা দেশে গ্যাসের চাহিদা ২ হাজার ৭০০ ঘনফুট। এরমধ্যে চট্টগ্রামের চাহিদা ৪৫০ থেকে ৫০০ ঘন ফুট। অথচ সরবরাহ করা হচ্ছে ২৩০ থেকে ২৫০ মিলিয়ন ঘনফুট।
তারা বলেন, বর্তমানে ২৫০ মিলিয়ন ঘনফুটও সরবরাহ করছে না। অথচ কুমিল্লায় ৩৭০, সিলেটে ২৬০ মিলিয়ন ঘনফুট সরবরাহ করা হচ্ছে। পর্যাপ্ত গ্যাস সরবরাহ না করায় শিল্প নগরী চট্টগ্রামের অনেক শিল্প করাখানা বন্ধ হওয়ার পথে। বাসা বাড়িতে গ্যাস না থাকায় চরম দুর্ভোগে সাধারণ মানুষ।
আগামী সোমবার নগরীর ষোলশহরস্থ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিশন লিমিটেড কর্তৃপক্ষ বরাবর স্বারকলিপি দেয়া হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেয়া হয়।