গ্যাস সরবরাহের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ রিংরোড অবরোধ করেছেন এলাকাবাসী। এতে রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বিক্ষোভকারীরা জানান, এক মাস ধরে নারায়ণগঞ্জের শহরজুড়ে গ্যাস-সংকট দেখা দিয়েছে। সকাল ৬টা থেকে রাত ১টা পর্যন্ত গ্যাস থাকে না এই অঞ্চলে। তবে গত ২২ জানুয়ারি থেকে এখন পর্যন্ত একটানা গ্যাস আসছে না এসব এলাকায়। ক্ষিপ্ত গ্রাহকদের একটাই দাবি, ‘গ্যাস নাই গ্যাস চাই, রান্না করে খেতে চাই।’
সকাল থেকে দুপুর পর্যন্ত তারা রাস্তায় অবস্থান করছিল। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ রিংরোডের দুই পাশে যানবাহন আটকে পড়ে এবং দুদিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।