গ্যাস ও বিদ্যুৎ চুরির সঙ্গে জড়িতদের ছবি ফেসবুকে দিন: নসরুল হামিদ

গ্যাস ও বিদ্যুৎ চুরির সঙ্গে জড়িতদের ছবি তুলে ফেসবুকে দিয়ে দিতে অনুরোধ করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
রোববার বিদ্যুৎ ভবনের বিজয় হলে বিদ্যুৎখাতের পরামর্শক সংস্থা পাওয়ার সেল আয়োজিত বিদ্যুৎ ও জ্বালানি খাতের সামগ্রিক কার্যাবলীর তথ্য মানুষের দোড়গোড়ায় পৌছে দিতে ‘সোশাল নেটওয়াক’ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় বিদ্যুৎ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ কায়কাউস, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন, স্রেডার চেয়ারম্যান মো. আনোয়ারুল শিকদারসহ বিদ্যুৎ বিভাগের বিভিল্পু সংস্থা প্রধান ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, মানুষ দিন দিন অনলাইন নির্ভর হয়ে পড়ছে। দেশে এখন প্রায় এক কোটি আশি লাখ লোক ফেসবুকের সঙ্গে সম্পৃক্ত। মানুষ খবরের কাগজও অনলাইনে পড়ছে। ফলে যেকোন প্রচার প্রচারণা অনলাইন নির্ভর হতে হবে। যাতে অনেক বেশি মানুষের কাছে তথ্য পৌছায়। আয়োজিত সেমিনারে একটি বেসরকারি সংস্থা অনলাইন কার্যত্রক্রমের বিভিন্ন বিষয়ের উপর তথ্য উপস্থাপন করেন। তবে উপস্থিত অনেক কর্মকর্তার মধ্যে সবকিছুকেই অনলাইন নির্ভর করে ফেলার বিষয়ে মিশ্র প্রতিত্রিক্রয়া দেখা দেয়। তাদের ধারণা এতে করে অতি গোপনীয় তথ্যাদি প্রকাশ পেয়ে যেতে পারে।
এ সময় প্রতিমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের আওতাধীন সংস্থাগুলোর ওয়েবসাইটে হালনাগাদ তথ্য প্রকাশের পাশাপাশি অনলাইন কার্যক্রম শক্তিশালী করার নির্দেশ দেন। বিশেষ করে বিদ্যুৎ বিলের রিডিং সংগ্রহ, গ্রাহকদের বিদ্যুৎ বিল দেয়া, বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত সকল কার্যক্রম অনলাইন নির্ভর করার পরামর্শ দেন তিনি।
তেলের দাম কমবে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তেলের দাম কমানো যায় কিনা সে বিষয়ে সংশ্লিষ্ট চিন্তা ভাবনা করছে ।