বগুড়ায় সিএনজি স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

মিটারে টেম্পারিং এর অভিযোগে বগুড়ায় ‘দোয়েল সিএনজি স্টেশন’র গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।এ ছাড়া অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে বগুড়ার আকবরিয়া গ্র্যান্ড হোটেলের কারখানার গ্যাস-সংযোগও বিচ্ছিন্ন করা হয়।
মঙ্গলবার দুপুরে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) ব্যবস্থাপক শৈলজানন্দ বসাকের নেতৃত্বে সংযোগ বিচ্ছিন্নকারী একটি দল প্রতিষ্ঠান দুটিতে অভিযান চালায়।
প্রসঙ্গত, সিএনজি স্টেশনটি বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবুল কালাম আজাদের মালিকানাধীন প্রতিষ্ঠান।
পিজিসিএলের ব্যবস্থাপক বলেন, বগুড়ার ঝোপগাড়ি এলাকায় দোয়েল সিএনজি স্টেশনে মিটারে অবৈধভাবে হস্তক্ষেপ করে এত দিন গ্যাস ব্যবহার করা হচ্ছিল। অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে প্রতিষ্ঠানটির সংযোগ বিচ্ছিন্ন করে হয়েছে।
দোয়েল সিএনজি স্টেশনের মালিক আবুল কালাম আজাদ দাবি করেন, মিটার টেম্পারিং করা হয়নি। মিথ্যা অভিযোগে তাঁর প্রতিষ্ঠানের গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।