বিদ্যুৎ সাশ্রয়ে সয়ংক্রিয় ব্যবস্থার উদ্যোগ ওজোপাডিকোর
বিদ্যুতের অপচয় রোধ ও সুষ্ঠুভাবে বিদ্যুৎ বিতরণ নিশ্চিত করতে সয়ংক্রিয় ব্যবস্থার উদ্যোগ নিয়েছে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেড।
অটোমেশনের ফলে দক্ষিণাঞ্চলের ২১টি জেলা সদর ও ২০টি উপজেলায় একদিকে যেমন সুষমভাবে বিদ্যুৎ বিতরণ সম্ভব হবে, অন্যদিকে এসব এলাকার কোথাও বিদ্যুতের বিপর্যয় ঘটলে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়ে তা দ্রুত সমাধান করা সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ডিজিটাল অটোমেশন প্রক্রিয়াকে কেন্দ্র নিয়ন্ত্রিত পরিচালন ও তথ্য সংরক্ষণ ব্যবস্থা বলা হয়। এ প্রকল্প বাস্তবায়িত হলে ওজোপাডিকোর আওতাধীন নয় লাখের বেশি গ্রাহক সার্বক্ষণিক বিদ্যুৎ-সুবিধা পাবেন বলে দাবি করেছে ওজোপাডিকো কর্তৃপক্ষ।
খুলনায় অবস্থিত ওজোপাডিকোর প্রধান কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওজোপাডিকোর অধীন ২১ জেলায় ৬৬টি বিদ্যুৎ উপকেন্দ্র এবং ৪৯টি বিতরণকারী অফিস রয়েছে। এই অটোমেশন প্রক্রিয়া চালু হলে কেন্দ্রে বসেই প্রতিটি উপকেন্দ্র ও সংশ্লিষ্ট ফিডার (বিতরণ লাইন) সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এর ফলে কোথাও বিদ্যুৎ বিতরণ লাইন বা যন্ত্রাংশে সমস্যা হলে তাৎক্ষণিকভাবে জানা যাবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
ওজোপাডিকোর পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সাইফুজ্জামান বলেন, বর্তমানে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেডে এই কেন্দ্র নিয়ন্ত্রিত ডিজিটাল অটোমেশন সিস্টেম স্থাপনের কাজ চলছে। আর ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানিতে (ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি বা ডিপিডিসি) ইতিমধ্যেই তা চালু হয়ে গেছে।
তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানান, এই অটোমেশন প্রক্রিয়া চালু করা হলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে। বিতরণব্যবস্থায় স্থাপিত ট্রান্সফরমারগুলো সংরক্ষণে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যাবে। যার ফলে ভোল্টেজ ওঠা-নামা কিংবা কম ভোল্টেজ পাওয়ার অভিযোগ অনেকাংশে কমে আসবে। এতে বিদ্যুতের গুণগত মান বৃদ্ধি পাবে এবং গ্রাহক সন্তুষ্টি অর্জন সম্ভব হবে।
ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক মো. শফিক উদ্দিন বলেন, বিদ্যুৎ খাতে গ্রাহককে সর্বোচ্চ সুবিধা দিতে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে বিদ্যুৎ বিতরণে সিস্টেম লস কমে যাবে এবং সময় ও অর্থের অপচয় কম হবে। তাছাড়া এ প্রক্রিয়া থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে পরবর্তী সময়ে কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা যাবে।