শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি সম্মেলন
ভবিষ্যতে নবায়নযোগ্য উৎস থেকে জ্বালানির প্রয়োজন মেটাতে হবে। এজন্য উন্নত কারিগরি জ্ঞান এবং আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে উদ্যোগী হতে হবে।কারিগরি জ্ঞান ো উন্নত প্রযুক্তির সম্প্রসারণে কাজ করার অঙ্গীকার নিয়ে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানির আন্তর্জাতিক সম্মেলন ।
গত ২৯ মে বৃহ¯ক্সতিবার রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) তড়িত্ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগ নবায়নযোগ্য শক্তির উন্নয়ন বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে ।গত ২৯ মে বৃহ¯ক্সতিবার সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মুঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. একে আজাদ চৌধুরী।
২৯ থেকে ৩১ মে পর্যন্ত ইউআইইউ ক্যাম্পাসে এ সম্মেলন হয় ।সম্মেলনের দ্বিতীয় ও তৃতীয়দিন কারিগরি পর্বে বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরা প্রায় ৯২টি প্রবন্ধ উপস্থাপন করেন । জার্মানির ওল্ডেন বুর্গ ইউনিভার্সিটি, নেপালের কাঠমুণ্ডু ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্রের ভি পি আই এস ইউ এর সেন্টার ফর এনার্জি এন্ড গে¬াবাল এনভায়রনমেন্ট, ইউ সি বারক্লীর বিইআরজি এবং ওআরইএল, জার্মানির মাইক্রো এনার্জি ইন্টারন্যাশনাল, ভারতের টিইআরআই সম্মেলনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে অংশ নিয়েছে । এছাড়া ইডকল, জিআইজেড, রহিম আফরোজ, ইউ পি জি ডি, ইলেক্ট্র সোলারও অংশ নেয় ।