তিতাসের ১৯ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু
ব্রাহ্মনবাড়িয়ার সুহিলপুরে অবস্থিত তিতাস গ্যাসেেত্রর ১৯ নম্বর কূপ থেকে দেড় কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে তিতাসের এ কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু হয়।
এর আগে গত ১৭ মে পরীক্ষামূলকভাবে এ কূপ থেকে গ্যাস উত্তোলন করা হয়। রাশিয়ার রাস্ট্রায়াত্ত প্রতিষ্ঠান গ্যাজপ্রম বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) অধীন তিতাস গ্যাস ক্ষেত্রর ১৯ নম্বর কূপটি চলতি বছরের ১৬ মার্চ খনন শুরু করে। প্রায় তিন হাজার ৮৮০ মিটার পর্যন্ত খনন করে তারা। গ্যাজপ্রম তিতাসের মোট ৪টি কূপ খনন করেছে। এরমধ্যে তিনটি কূপ থেকে বর্তমানে গ্যাস সরবরাহ হচ্ছে।