তেলের দাম এক টাকা কমলে ভাড়া কমবে এক পয়সা
জ্বালানি তেলের দাম কমলে পরিবহন ভাড়া কমানোর আশ্বাস দিলেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, তেলের মূল্য ১ টাকা কমলে ১ পয়সা করে পরিবহন ভাড়া কমানো হবে। অর্থাত লিটারপ্রতি এক টাকা কমলে পরিবহন ভাড়া কমবে কিলোমিটারপ্রতি এক পয়সা।
বৃহস্পতিবার রাজধানীর বিআরটিএ’র সদর দফতরে মিরপুর, ইকুরিয়া ও উত্তরা সার্কেলের কর্মকর্তাদের সঙ্গে সভায় তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, ইতোমধ্যে জ্বালানি প্রতিমন্ত্রী তেলের দাম কমানোর আশ্বাস দিয়েছেন। পরিবহনের ভাড়া বাড়ানোর উদাহরণ থাকলেও কমার উদাহরণ নেই। তিনি বলেন, যদি তেলের দাম এক টাকা কমে তাহলে ভাড়াও এক পয়সা কমবে। তেলের দাম যতো টাকা কমবে ভাড়া ততো পয়সা করে কমবে। এটা বিআরটিএ’র নিয়ম। তাই এ নিয়ে উদ্বেগের কিছু নেই। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। সঠিক সময়ে এ ব্যাপারে সিদ্ধান্ত সবাইকে জানানো হবে।