সিলেটে ফিলিং স্টেশন ও ট্যাংকলরি ধর্মঘট চলছে
সিলেটে অনির্দিষ্টকালের জন্য সিএনজি ফিলিং স্টেশন, পেট্রোল পাম্প ও ট্যাংকলরি ধর্মঘট চলছে।
সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে ভাঙচুর ও শ্রমিকদের মারধরের ঘটনায় মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল থেকে এ ধর্মঘট আহ্বান করে সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। তাদের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন ট্যাংকলরি শ্রমিকরা।
মঙ্গলবার সকাল থেকে সব ক’টি সিএনজি ফিলিং স্টেশন ও তেল পাম্প থেকে তেল-গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এ কারণে প্রায় অচলাবস্থা বিরাজ করছে সিলেটে। জ্বালানি না পাওয়ায় বন্ধ হয়ে পড়ছে বেশিরভাগ যানবাহন। এতে করে দুর্ভোগে পড়েছেন যাত্রী সাধারণ।
সোমবার সিলেটের দক্ষিণ সুরমায় একটি সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে ভাংচুর করেন পরিবহন শ্রমিকরা। এ ঘটনায় শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ নেতাদের নামে মামলা দিতে চাইলে রেকর্ড করেনি পুলিশ। যে কারণে অনির্দিষ্টকালের জন্য সিএনজি ফিলিং স্টেশন, পেট্রোল পাম্প ও ট্যাংকলরি ধর্মঘট আহ্বান করা হয়।
সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জুবায়ের আহমদ চৌধুরী বলেন, ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাবেন তারা।
সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন বাংলানিউজকে বলেন, ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারে আমরা সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এসএম রুকন উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে জেলা প্রশাসক অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে কথা বললে তিনি (জুবায়ের) দুর্ব্যবহার করেন।
তবে এরপরও প্রশাসনিক ও রাজনৈতিকভাবে বিষয়টির সমাধানের চেষ্টা চলছে বলে জানান তিনি।