বাংলাদেশে আসছেন ভারতের তেল ও গ্যাস প্রতিমন্ত্রী
ভারতের খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রোববার বাংলাদেশে আসছেন। তার নেতৃত্বে ভারতের জ্বালানি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা বাংলাদেশ সফর করবেন। আগামী মঙ্গলবার তারা ভারত ফেরার কথা রয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ভারতীয় হাই কমিশন সূত্রে এ তথ্য জানা যায়। শনিবার হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েক বছর ধরে জ্বালানি খাতে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ছে। এলপিজি ও এলএনজিসহ সরকারি-বেসরকারি খাতের বেশ কিছু প্রস্তাব উভয়পক্ষেই বিবেচনাধীন রয়েছে।
তিনদিনের সফরে ধর্মেন্দ্র প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুসহ জ্বালানিখাতের বিভিন্নজনের সাথে সাক্ষাত করবেন বলে আশা করা হচ্ছে।