গরমে রাস্তায় ডিম ভাজি!!!
ভারতের তেলেঙ্গানা রাজ্যের তাপমাত্রা ইতোমধ্যে ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। তাপমাত্রা কখনও ৪৫ ডিগ্রিও। কখনও বা তার থেকেও দু’এক ডিগ্রি বেশি। মাঠে শস্য নেই, জলের জন্যও হাহাকার। অত্যধিক গরমে এই রাজ্যে প্রায় অর্ধশত মানুষ মারা গেছে।
পরিস্থিতি এতটাই খারাপ যে, গরমে পিচের রাস্তায় ভাজা হয়ে যায় ডিম যা হয়তো কোনো উপন্যাস কিংবা সিনেমায়ও দেখা যায়নি। বাস্তবেই ঘটলো তাই। করিমনগরের রাস্তায় ভাজা হয়ে গেল গোটা একটি ওমলেট! বিশেষ প্রয়োজন ছাড়া রাস্তায় না বেরনোর জন্য সরকারের পক্ষ থেকে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। তাপমাত্রা ৪৭ ডিগ্রিরও বেশি ছাড়াতে পারে। দক্ষিণ, মধ্য এবং পূর্ব ভারেতর কিছু অংশে তাপমাত্রা ৪৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, তেলেঙ্গানায় গত ৫ বছরে সর্বোচ্চ তাপমাত্রা এবারের এপ্রিলে।