শর্তসাপেক্ষে বাংলাদেশকে আরও ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দিতে রাজি ত্রিপুরা

বাংলাদেশকে আরও ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দিতে সম্মত হয়েছে ত্রিপুরা রাজ্য সরকার। তবে ভারতের কেন্দ্রীয় সরকারকে তারা শর্ত দিয়েছে, এর বিনিময়ে ত্রিপুরার সিপাহিজলার মোনারচকে ১০১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপ বিদ্যুৎ প্রকল্পে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ করতে হবে।
শনিবার ত্রিপুরার বিদ্যুৎ ও পরিবহন মন্ত্রী মানিক দে সাংবাদিকদের এসব কথা জানান।
মানিক দে বলেন, বাংলাদেশ সরকার দেশের পূর্বাঞ্চলীয় এলাকার বিদ্যুতের ঘাটতি মেটাতে ভারত থেকে অতিরিক্ত বিদ্যুৎ চেয়েছে। এরপর ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয় ত্রিপুরা রাজ্য সরকারের কাছে জানতে চায় তারা অতিরিক্ত বিদ্যুৎ বাংলাদেশকে সরবরাহ করতে পারবে কি না। এরইমধ্যে ত্রিপুরা সরকার কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রণালয়কে জানিয়ে দিয়েছে বাংলাদেশকে এ বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। তবে সেক্ষেত্রে যেন মোনারচকের ১০১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ নিরবিচ্ছিন্ন থাকে সে ব্যাপারটি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে।