৫১ হাজার ফুট অবৈধ গ্যাস পাইপ উচ্ছেদ
তিতাস গ্যাস ৫১ হাজার ফুট অবৈধ গ্যাস পাইপ লাইন উচ্ছেদ করেছে।
গত এক মাসে গাজীপুর, কোনাবাড়ী, কালিয়াকৈর ও কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই অবধৈ লাইন উচ্ছেদ করা হয়।
একই সময়ে পাঁচটি শিল্প, ১১টি বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
সোনারগাঁও উপজেলায় মেসার্স কিংস কনফেকশনারী প্রাইভেট লিমিটেড, মেসার্স কচুপাতা রেস্তোরা এণ্ড মিষ্টি ঘর, নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলায় তিনটি টেক্সটাইল মিল্স ও দুটি ডাইং ফ্যাক্টরী, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় খাজা গরিবে নেওয়াজ হোটেল, নাইটমুন হোটেল, সাদ্দাম হোটেল এন্ড রেস্টুরেন্ট, সরদার হোটেল, হাসনে রেস্তোরা ও মাতৃভাণ্ডার মিষ্টি ঘর, গাজীপুরের হোতা পাড়া বাসস্ট্যাণ্ড সংলগ্ন মোহাম্মদী রেস্তোরা, কুমিল্লা মায়ের দোয়া হোটেল, ভোজন বিলাশ, যমুনা বেকারী ও আদনানটি স্টল-এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। মোহাম্মদী রেস্তোরা ও কুমিল্লা মায়ের দোয়া হোটেল দু’টি-কে পঞ্চাশ হাজার টাকা করে এক লক্ষ টাকা এবং আদনানটি স্টল-কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া গাজীপুরের হরিণ হাটি এলাকায় এক ইঞ্চি ও দুই ইঞ্চি ব্যাসের তিন হাজার ফুট, কোনাবাড়ী এলাকায় ৩/৪ ইঞ্চি ব্যাসের ২৫০ ফুট, কালিয়াকৈর এলাকায় দুই ইঞ্চি ব্যাসের এক হাজার ৫০০ ফুট, আড়াই হাজার এলাকায় দুই ইঞ্চি ব্যাসের ১০ হাজার ফুট, আশুলিয়া এলাকায় দুই ইঞ্চি ব্যাসের এক হাজার ১০০ ফুট, কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় এক ইঞ্চি ও দুই ইঞ্চি ব্যাসের পাঁচ হাজার ফুট, আশুলিয়া এলাকায় দুই ইঞ্চি ব্যাসের সাত হাজার ৬০ ফুট, মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় দুই ইঞ্চি ব্যাসের ১৩ হাজার ১২৩ ফুট, গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় এক ইঞ্চি ব্যাসের ১০ হাজার ফুট সহ সব মিলে ৫১ হাজার ৩৩ ফুট অবৈধভাবে স্থাপিত গ্যাস পাইপ লাইনের সংযোগ বিচ্ছিন্ন ও তুলে ফেলা হয়েছে। এতে পাঁচ হাজার ৬২৫ টি বাড়ীর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।