বাসাবাড়িতে আপাতত গ্যাস দেয়ার পরিকল্পনা নেই
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাসাবাড়িতে আপাতত গ্যাস সংযোগ দেয়ার পরিকল্পনা নেই।
বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার পাইপ লাইনের বদলে সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সরবরাহের পরিকল্পনা নিয়েছে।
জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম উদ্দিন এর এক প্রশ্নের উত্তরের তিনি একথা বলেন।
সংসদ সদস্য সুবিদ আলী ভুঁইয়ার প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা ৩২০ কোটি ঘনফুট। গত সাত বছরে গ্যাসের উৎপাদন প্রায় দ্বিগুণ হলেও চাহিদা তার চেয়ে বেশি বেড়েছে। যে কারণে বর্তমানে দৈনিক ঘাটতির পরিমাণ ৫০ কোটি ঘনফুট।
২০২১ সালের মধ্যে ৫৭টি অনুসন্ধান কূপ খনন, ৪৩টি উন্নয়ন কূপ খনন এবং ২০টি কূপের মেরামত করার পরিকল্পনা আছে। এসব কূপ থেকে আনুমানিক ১৭৮ থেকে ১২৪ কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে আশা করা যায়।
প্রতিমন্ত্রী জানান, ২০১৭ সাল নাগাদ ৫০ কোটি ঘনফুট গ্যাসের সমান এলএনজি আমদানি করা হবে। এ ছাড়া মহেশখালী ও পায়রায় স্থলভাগে ২০২২ সাল নাগাদ ২০০ কোটি ঘনফুট ক্ষমতার দুটি এলএনজি টার্মিনাল স্থাপনের কাজ হাতে নেয়া হয়েছে।