পিজিসিবি-সিমেন্স চুক্তি: বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা বাড়বে

ঢাকার দক্ষিণাংশ এবং মুন্সীগঞ্জে বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা বাড়ানো হচ্ছে। কেরাণীগঞ্জে ২৩০/১৩২/৩৩ কেভি জিআইএস উপকেন্দ্র স্থাপন করা হচ্ছে।

এজন্য সোমবার পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লি. (পিজিসিবি) ও সিমেন্স বাংলাদেশ লি. চুক্তি করেছে। পিজিসিবি প্রধান কার্যালয়ে এই চুক্তি সই করা হয়।
‘এ্যানহেন্সমেন্ট অব ক্যাপাসিটি অব গ্রীড সাবস্টেশনস এ- ট্রান্সমিশন লাইনস ফর রুরাল ইলেকট্রিফিকেশন (ইসিজিএসটিএল)’ প্রকল্পের আওতায় কাজটি করা হচ্ছে।
চুক্তি অনুযায়ি, আগামী ২০ মাসের মধ্যে সিমেন্স কনসোর্টিয়াম কেরাণীগঞ্জে উপকেন্দ্র স্থাপন করেব। এ কাজে খরচ ধরা হয়েছে ১৭০ কোটি টাকা। বিশ্বব্যাংক, বাংলাদেশ সরকার এবং পিজিসিবি যৌথভাবে এই অর্থায়ণ করছে।
পিজিসিবি’র পক্ষে কোম্পানী সচিব মো. আশরাফ হোসেন এবং সিমেন্স কনসোর্টিয়ামের ঋষি ম্যাগন চুক্তিতে সই করেন।
প্রকল্প পরিচালক মোহাম্মদ শহীদ হোসেন জানান, ঢাকার নবাবগঞ্জ ও মুন্সীগঞ্জের শ্রীনগরে দুটি নতুন ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্র নির্মাণাধীন রয়েছে। এ দু’টি উপকেন্দ্র বিদ্যুৎ সঞ্চালনের উৎস হিসাবে কাজ করবে কেরাণীগঞ্জ গ্রীড উপকেন্দ্র। এরফলে এই অঞ্চলে বিদ্যুতের সমস্যা অনেক কমে যাবে। ঢাকার দক্ষিণাংশ এবং মুন্সীগঞ্জে নির্ভরযোগ্য বিদ্যুৎ নিশ্চিত হবে। লো-ভোল্টেজ ও লোডশেডিং সমস্যা কমবে। চলমান শিল্পায়ণ ও নগরায়ণের জন্য যথাযথ বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।
অনুষ্ঠানে পিজিসিবি ব্যবস্থাপনা পরিচালক মাসুম-আলবেরুনী, নির্বাহী পরিচালক (পিএ-ডি) চৌধুরী আলমগীর হোসেন, নির্বাহী পরিচালক (ওএ-এম) মো. এমদাদুল ইসলাম, নির্বাহী পরিচালক (এইচআর) মোহাম্মদ শফিকউল্লাহ, নির্বাহী পরিচালক (অর্থ) পরেশ চন্দ্র রায়, প্রধান প্রকৌশলী (প্রকল্প) ফরিদ উদ্দিন আহমেদ সহ উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।