বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি সমীক্ষা হবে

কারিগরী সমীক্ষার মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রের অবস্থা যাচাই করা হবে। সমীক্ষার তথ্যের ভিত্তিতে পুরানো কেন্দ্র বন্ধ বা মেরামত করা হবে। ম্রুত সময়ের মধ্যে এই সমীক্ষা শুরু হবে।
আজ বুধবার বিদ্যুৎ বিভাগের বিজয় হলে ‘বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুৎ কেন্দ্রগুলোর কারিগরি সমী¶া” শীর্ষক এক কর্মশালায় এ কথা বলা হয়।  কর্মশালায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসর“ল হামিদ, বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম, পিডিবির চেয়ারম্যান শামসুল হক মিয়া ও   পাওয়ার সেল-এর মহা পরিচালক মোহাম্মদ হোসাইন বক্তব্য দেন।
বৈঠকে জানানো হয়, তেলভিত্তিক ছোট ছোট অনেক অদক্ষ  বিদ্যুৎকেন্দ্র আছে। এসব বিদ্যুৎকেন্দ্রে যে পরিমাণ জ্বালানি ব্যবহার হয় সে তুলনায় বিদ্যুৎ পাওয়া যায় না। অন্যদিকে এই জ্বালানি নতুন একটি কেন্দ্রে সরবরাহ করা হলে এরচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করা যেত। এজন্য ধীরে ধীরে অদক্ষ বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিতে হবে। তবে তার আগে নতুন ও সাশ্রয়ী বড় বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আনতে হবে। হঠাৎ করেই পুরানো কেন্দ্র বন্ধ করে দিলে চলতি সেচ মৌসুমে বিদ্যুতের সমস্যা হবে।
বড়পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন এখন প্রায় অর্ধেক। আগে এর কারণ হিসেবে বলা হতো এর যন্ত্রপাতি ভাল না। কিন্তু এখন বলা হচ্ছে, বিদ্যুৎকেন্দ্রে যে কয়লা ব্যবহার করা হয় তাতে জলীয় পর্দাথের পরিমাণ বেশি। এই কারণে বিদ্যুৎকেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য কয়লার জলীয় পদার্থের পরিমাণ কমাতে হবে। এজন্য বিশেষ উদ্যোগ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বিদ্যুৎ বিভাগ থেকে।
বৈঠকে পিডিবির ১৬টি বিদ্যুৎকেন্দ্র নিয়ে আলোচনা করা হয়। কোনটির কী ব্যবস্থা নিলে আরও ভাল উৎপাদন হবে সে বিষয়েও ধারণা দেয়া হয়। এছাড়া সৈয়দপুর, দিনাজপুর, বরিশাল এলাকার কিছু বিদ্যুৎকেন্দ্র এখন জ্বালানি ব্যবহারের তুলনায় উৎপাদন করতে পারছে না। এগুলোও সবার আগে বন্ধ করা হবে।

nasrul hamid
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎকেন্দ্রগুলোর অবস্থা জানতে সমীক্ষা জরুরী। এজন্য প্রতিটি বিদ্যুৎকেন্দ্রের নিরীক্ষা হওয়া প্রয়োজন। কোন বিদ্যুৎকেন্দ্রের কি অবস্থা তা না জানলে এ বিষয়ে উদ্যোগ নেয়াও কঠিন। তাই দ্রুত জরিপের কাজ শুরু করতে হবে। এতে উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে এ খাত আরও আধুনিক ও যুগপোযোগি করা যাবে। তিনি বলেন, কারিগরি সমীক্ষার মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারবো, কোন বিদ্যুৎ কেন্দ্র অবসরে যাবে, কোনটি দ্বৈত জ্বালানি বা কোনটি রি-পাওয়ারিং করতে হবে। অথবা কোনটি পুনর্বাসন করা লাভজনক।