সারকারখানায় গ্যাস দেয়া বন্ধ

ছয় সারকারখানায় বন্ধ। গ্যাস দেয়া হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে। রমজানকে সামনে রেখে এই ব্যবস্থা। ছয় সারকারখানায় প্রায় ৩২ কোটি ঘনফুট গ্যাস দেয়া হতো। দুদিন আগেও তাই দেয়া হয়েছে। রোববার থেকে সে গ্যাস কমিয়ে পাঁচ কোটি ঘনফুটে আনা হয়েছে। সারকারখানাগুলোতে উৎপাদন বন্ধ আছে। শুধু যন্ত্র চালু রাখতে অল্প কিছু গ্যাস দেয়া হচ্ছে।

তবে যমুনা সারকারখানা এখনও চালু আছে। যমুনাতে চার কোটি ৫০ লাখ ঘনফুট গ্যাস লাগে। এরমধ্যে রোববার পর্যন্ত চার কোটি ঘনফুট সরবরাহ করা হচ্ছে।
পেট্রোবাংলা সূত্র জানায়, সারকারকানা বন্ধ রেখে সেই গ্যাস বিদ্যুৎ উৎপাদনে দেয়া হবে। একই সাথে রমজানে আবাসিক ব্যবহারকারিদের চাপ স্বাভাবিক রাখতে প্রতিবছরের মত এবারও এই উদ্যোগ নেয়া হয়েছে।
পিডিবি বলছে, গ্যাসের অভাবে রোববারও প্রায় ৮০০ মেগাওয়াট বিদু্যুৎ উৎপাদন করা যায়নি। আর বিদ্যুতে মোট সরবরাহ করা হয়েছে ১০৯ কোটি ঘনফুট গ্যাস।