বিদ্যুৎ সচিবের ফোনও ধরল না নিয়ন্ত্রক কক্ষ
তিন বার ফোন করেও নিয়ন্ত্রক কক্ষ (কন্ট্রোল রুম) অভিযোগ কেন্দ্রে কাওকে পেলেন না বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম। হতাশ মনে তিনি পাশে বসে থাকা বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে একথা জানালেন।
রোববার বিদ্যুৎ ভবনে এঘটনা ঘটে। বিদ্যুৎ বিভাগ আয়োজন করে পরিবেশবিদদের সাথে আলোচনার। আলোচনা চলা কালিন দুপুর আড়াইটার সময় বিদ্যুৎ চলে যায়। বেশ কিছুক্ষণ পার হলেও বিদ্যুৎ আসেনি। এসময় সচিব দ্রুত বিদ্যুৎ ব্যবস্থা করার জন্য নিয়ন্ত্রক কক্ষে তার নিজের মোবাইল ফোন থেকে ফোন করেন। পর পর তিন বার ফোন করেও যখন কোন কাজ হল না তখন তিনি তার ডান পাশে বসে থাকা প্রতিমন্ত্রী কে বলেন, ’তিনবার ফোন করলাম। তবুও কন্টোলরুম ফোন তুলল না।’ এরও বেশ কিছুক্ষণ পর বিদ্যুৎ আসে ঐ কক্ষে। প্রতিমন্ত্রী অবশ্য এবিষয়ে কৌতুক করে বলেন, ’আমি যে আছি বিষয়টি জানান দেয়ার জন্য কখনও কখনও আমি যেখানে থাকি সেখানে বিদ্যুৎ চলে যায়।’