ঢাকার ৭ এলাকায় জিএইএস উপকেন্দ্র স্থাপন করবে ডিপিডিসি
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ হাসপাতাল, মনিপুরী পাড়া, গ্রিনরোড ডরমেটরী, বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা উদ্যান এবং সেগুনবাগিচা এলাকায় ৭টি উপকেন্দ্র স্থাপন করতে যাচ্ছে ডিপিডিসি। এজন্য ভারতীয় একটি কোম্পানির সঙ্গে চুক্তি সাক্ষর করেছে তারা।
বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে লারসেন এন্ড টুব্রো লিমিটেডের সঙ্গে টার্নকী চুক্তি সাক্ষর করে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি)। ডিপিডিসির পক্ষে কোম্পানি সচিব মুনীর চৌধুরী এবং লারসেন এন্ড টুব্রোর পক্ষে শান্তনু চক্রবর্তী চুক্তিতে সাক্ষর করেন। এ সময় ডিপিডিসির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিপিডিসির সাতটি এলাকায় লারসেন এন্ড টুব্রো ১৩২/৩৩ কেভি এবং ৩৩/১১ কেভি ৭টি গ্যাস ইনসুলেটেড সুইচগিয়ার (জিআইএস) উপকেন্দ্র স্থাপন করবে। এ প্রকল্পটি বাস্তবায়নে ঋণ দিচ্ছে ফ্রান্সের দাতা সংস্থা এজেন্সিস ফ্রান্সেস দ্য ডেভেলপমেন্ট (এএফডি)। এতে ১৩৮ কোটি ৪২ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, গতবছর ৬ আগস্ট আনÍজার্তিক দরপত্র আহ্বান করা হয়। এতে ৭টি কোম্পানি দরপত্র জমা দেয়। সর্বনি¤œ দরদাতা হিসেবে লারসেন এন্ড টুব্রোকে নির্বাচন করা হয়।
প্রকল্পটি বাস্তবায়িত হলে ডিপিডিসির ১৩২ কেভি লেভেলে ১ হাজার ৬৮০ এমভিএ (১ হাজার ৩৪৪ মেগাওয়াট) এবং ৩৩ কেভি লেভেলে ১ হাজার ৪৭০ এমভিএ (১ হাজার ১৭৬ মেগাওয়াট) বৈদ্যুতিক সক্ষমতা বাড়বে বলে জানানো হয়।