পল্লী বিদ্যুতের স্থাপনায় নিরাপত্তা বাড়ানো হয়েছে
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির সব স্থাপনায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।
আরইবি চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন বলেন, এবিষয়ে মাঠ পর্যায়ে নির্দেশনা পাঠানো হয়েছে। যে কোন অনাকাঙ্খিত ঘটনার প্রতিরোধ ও প্রতিকার করতে দায়িত্বশীল কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। বাপবিবোর্ড ও পবিস দেশের অতি মূল্যবান জাতীয় জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ফলে যে কোন অবস্থা ও পরিস্থিতিতে এর সর্বাত্মক সুরক্ষা নিশ্চিত করতে হবে। ঢাকার গুলশান এবং কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার পর ‘নিরাপত্তা সচেতনতামূলক পদক্ষেপ’ নিতে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি জানান।
নজিরবিহীন ওই হামলার পর বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসীরা দেশে আরও হামলার পরিকল্পনা করছে জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেন।
নিরাপত্তার ব্যবস্থা হিসেবে সংশ্লিষ্ট এলাকায় সিসি ক্যামেরা, আর্চওয়ে গেইট স্থাপন, মেটাল ডিটেক্টর, অগ্নিনির্বাপক যন্ত্র সংরক্ষণসহ যাবতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। একই সাথে বাপবিবোর্ড ও পবিস এর ভেতরে যত মসজিদ আছে সেখানে আগন্তক বা নবাগত মুসল্লিদের কথাবার্তা ও আচরণের ওপর নজরদারি রাখতে বলা হয়েছে। এ ছাড়া, সাপ্তাহিক জুম্মার নামাজের সময় খুৎবা পাঠ ও অন্যান্য সময় নামাজের পরে বয়ানের সময় ইমামদেরকে ইসলাম যে শান্তির ধর্ম তা প্রচার করতে বলা হয়েছে।