গ্যাসের দাম বাড়ালে সিএনজি স্টেশন বন্ধের হুমকি
গ্যাসের দাম বৃদ্ধি করলে সারা দেশের সিএনজি স্টেশন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন বাংলাদেশ সিএনজি ফিলিং অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সিরডাপ মিলনায়তনে ‘পরিবহন ভাড়া বৃদ্ধি ও সিএনজির মূল্য বৃদ্ধি থামাও’ র্শীষক এক আলোচনা সভায় এসোসিয়েশনের সভাপতি মো. মাসুদ খান এ কথা বলেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, নগর পরিকল্পনাবিদ ও স্থাপতি মোবাশ্বের হোসেন, জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক বদরুল ইমাম, বুয়েটের অধ্যাপক মো. এহসান প্রমূখ।
এ সময় সৈয়দ আবুল মকসুদ বলেন, এ সরকারের আক্কেল কম। তারা জনগণের মতামতকে গুরুত্ব দেয় না।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেনঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক এম এম আকাশ।