পিডিবি ঐক্য পরিষদের চরমপত্র, দাবি না মানলে গণছুটি
রাজশাহী ও রংপুরে বিদ্যুৎ সরবরাহ করতে নতুন কোম্পানি করায় চরমপত্র দিয়েছে ঐক্য পরিষদ। কোম্পানি করার সিদ্ধা্ন্ত বাতিল না করলে ৯, ১০ ও ১১ আগস্ট গণছুটি কাটাবে বিউবো শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা ঐক্য পরিষদ।
শনিবার বিদ্যুৎ ভবনের মুক্তি হলে একসভা থেকে এই কর্মসুচি ঘোষণা করা হয়।
সভায় সিদ্ধান্ত অনুযায়ি, ১৬ আগস্টের মধ্যে কোম্পানি গঠনের সিদ্ধান্ত বাতিল করা না হলে কঠোর আন্দোলনে যাবে তারা।
আন্দোলনের অংশ হিসেবে আজ রোববার কালো ব্যাচ ধারণ, গেইট সভা ও বিক্ষোভ সমাবেশ করা হবে।
ঐক্য পরিষদ সপ্তাহ ধরে নানা কর্মসূচি দিয়েছে। এগুলো হচ্ছে ৮, ১৩ ও ১৪ আগস্ট গেইট সভা ও বিক্ষোভ মিছিল, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন এবং ১৬ আগস্ট দাবি পুরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষনা।
নর্থ ওয়েষ্ট পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (নওপাডিকো) গঠন বাতিলের দাবিতে ঢাকাসহ সারাদেশে গত সোমবার থেকে আন্দোলন কর্মসুচি পালন করছে ঐক্য পরিষদ।
এর আগে গত সোমবার হঠাৎ করেই সম্পত্তি ও কার্যক্রম হস্তান্তর বিষয়ে পিডিবি ও নওপাডিকো’র চুক্তি হয়। এরপর দিন থেকেই আন্দোলন শুরু করেছে কর্মকর্তা-কর্মচারিরা।
বৃহস্পতিবার মতিঝিলের ওয়াপদা ভবন তালাবদ্ধ করে রাখে ঐক্য পরিষদের নেতা-কর্মীরা। এরপর বিদ্যুৎ ভবনের সামনে দিনব্যাপী অবস্থান কর্মসুচি পালন করে। এর আগেরদিন বুধবারও ঢাকাসহ সারাদেশে পিডিবির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে।
শনিবারের সভায় বক্তারা বলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে খণ্ড খণ্ড করে কোম্পানি না করার জন্য বিউবি’র সব কর্মকর্তা, কর্মচারী বার বার দাবি জানিয়ে আসছে। এসব দাবি অগ্রাহ্য করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিতরণ উত্তরাঞ্চল- রাজশাহী ও রংপুরকে কোম্পানি করা হয়েছে। এর আগে আশুগঞ্জ, খুলনা, ইজিসিবিসহ বিভিন্ন এলাকার জন্য কোম্পানি করে লাভের চেয়ে সরকারের খরচ বেড়েছে।
গত বৃহস্পতিবার ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ সময় তিনি কোম্পানি গঠন প্রক্রিয়া বাতিল করা যাবে না বলে জানান।