গ্যাসের দাম নির্ধারনে আজ থেকে গণশুনানী

নতুন করে গ্যাসের দাম ঠিক করতে আজ থেকে শুরু হচ্ছে গণশুনানী। আগামী ১৮ই আগষ্ট পর্যন্ত এই শুনানী চলবে।
বিতরণ, সঞ্চালন ও উৎপাদন কোম্পানিগুলোর গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের উপর এই গণশুনানী হবে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গণশুনানী শেষে তিন মাসের মধ্যে নতুন গ্যাসের দাম নির্ধারণ করবে।
গ্যাসের ছয়টি বিতরণ, একটি সঞ্চালন এবং পেট্রোবাংলাসহ অন্য তিনটি উৎপাদনকারি কোম্পানি দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে।
কোম্পানিগুলো গড়ে ৬৬ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। আর তা বাস্তবায়নের অনুরোধ করেছিল ১লা জুলাই থেকে। এপ্রিল মাসে দেয়া প্রস্তাবের উপর শুনানী হচ্ছে।

বিইআরসি জানিয়েছে প্রথমদিন গণশুনানী হবে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লি. (জিটিসিএল) এর। এরপর পর্যায়ক্রমে ৮ই আগষ্ট তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লি., ১০ই আগষ্ট পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লি., ১১ই আগষ্ট বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি., ১৪ই আগষ্ট কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি., ১৬ই আগষ্ট জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লি., ১৭ই আগষ্ট সুন্দরবন গ্যাস কোম্পানি লি. এবং ১৮ই আগষ্ট পেট্রোবাংলা, বিজিএফসিএল, এসজিসিএল ও বাপেক্স এর গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের উপর গণশুনানী হবে। প্রতিদিন সকাল ১১টায় শুনানী শুরু হবে।
গত বছর ১লা সেপ্টেম্বর থেকে গড়ে ২৬ দশমিক ২৯ শতাংশ গ্যাসের দাম বাড়ানো হয়েছিল।