আবারো ভূমিকম্প, এবার উৎপত্তিস্থলে মাত্রা ৬.৮
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার বাংলাদেশ স্থানীয় সময় বিকেল ৪টা ৩৪ মিনিট ৫৪ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থলে এর মাত্রা ছিলো ৬ দশমিক ৮। শক্তিশালী এই ভূমিকম্প বাংলাদেশ ছাড়া ভারত, থাইল্যান্ড, লাউস ও চীনেও অনুভূত হয়েছে।
এর আগের দিন অর্থাৎ মঙ্গলবার সকাল সকাল আটটা ১১ মিনিট ১২ সেকেন্ডে ভূমিকম্প হয়। উৎপত্তিস্থলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। কেন্দ্র ছিল মিয়ানমারের মাওলায়েক থেকে ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে।
বুধবার বিকেলে হঠাৎ করে কম্পন শুরু হলে রাজধানীর ভবনগুলো কেঁপে উঠলে আতঙ্ক তৈরি হয়। এ সময় বহুতল ভবনগুলো থেকে সাধারণ মানুষকে হুড়োহুড়ি করে রাস্তায় নেমে আসতে দেখা যায়।
মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ঢাকা থেকে ৫২৬ কিলোমিটার দূরে উত্তর-মধ্য মিয়ানমারের বন্দরনগরী চউক এলাকা থেকে ২৫ কিলোমিটার পশ্চিমে মাটির ৮৪ দশমিক ১ কিলোমিটার গভীরে।