বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন এডিবি প্রেসিডেন্ট

সোমবার এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট তাকিহিকো নাকাও সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের আলোকদিয়া ইসলামিয়া মডেল আলীম মাদ্রাসা, বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সয়দাবাদে অবস্থিত এডিবি সাহায্যপুষ্ট ১৫০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন কেন্দ্র ও বঙ্গবন্ধু যমুনা সেতু পরিদর্শন করেছেন।
ঢাকা থেকে বিশেষ ট্রেনযোগে সকাল পৌনে ১১টার দিকে এডিবি প্রেসিডেন্ট তাকিহিকো নাকাও বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপারের সয়দাবাদে শহীদ কাপ্টেন এম মনসুর আলী স্টেশনে পৌঁছেন। সকালে সিরাজগঞ্জে পৌঁছে তিনি এডিবি সাহায্যপুষ্ট ‘সেকেন্ডারী এডুকেশন সেক্টর ডেভলপমেন্ট প্রজেক্ট’র অধীন ৬৯ লাখ টাকা ব্যয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার আলোকদিয়া মাদ্রাসার সংযুক্ত তিনতলা ভবনে অত্যাধুনিক কম্পিউটার ও সায়েন্স ল্যাবরেটরি কাম লাইব্রেরী ও মাদ্রাসার বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এ সময় মাদ্রাসার ইংরেজী প্রভাষক আগত অতিথিবৃন্দকে মাল্টিমিডিয়া ডিসপ্লের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদানের বিষয়ও অবগত করেন।