আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ৪ শতাংশ বাড়ল
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের উৎপাদন সীমিত করতে আবারও আলোচনার টেবিলে বসতে যাচ্ছে এর রপ্তানিকারক প্রধান প্রধান দেশগুলো। আর এ খবরে একদিনেই পণ্যটির বাজার ঊর্ধ্বমুখী। সোমবার বাজারে গত ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে তেল। এদিন ৪ শতাংশ দর বেড়ে পণ্যটি ব্যারেলপ্রতি ৪৯ ডলার ছুঁই ছুঁই করে।
তেল রপ্তানিকারকদের সংগঠন ওপেকভুক্ত দেশ ইরান ও ওপেকবহির্ভুত রাশিয়াসহ বেশ কয়েকটি দেশ আগামী সপ্তাহে তেল উৎপাদন সীমিত করার ব্যাপারে এক টেবিলে বসতে একমত হয়েছে। অস্ট্রিয়ার ভিয়েনায় আগামী ৩০ নভেম্বর এ বৈঠক অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, এ বৈঠক থেকে একটি সমাধান আসতে পারে।
চাহিদার চেয়ে উৎপাদন বেশি থাকায় গত দুই বছরে এ বাজার ছিল টানা প্রায় নিম্মমুখী। ব্যারেলপ্রতি ১০৭ ডলারের তেলের দর নামে ৩০ ডলারেরও নিচে। এ খাতের কোম্পানিগুলো তাদের বিনিয়োগ কমানোসহ শ্রমিক ছাঁটাই শুরু করতে থাকে। কিছু কোম্পানি মার্জ হওয়ার পরিকল্পনাও করে। এ পরিস্থিতিতে তেল রপ্তানিকারক দেশগুলোর অর্থনীতিতে কালো মেঘ নেমে আসে। তারপরও দেশগুলো এখনো উৎপাদনের সাথে চাহিদার ভারসাম্য আনতে পারেনি।
বিষয়টি নিয়ে কয়েক দফা বৈঠক হলেও তাতে সুফল আসেনি। বৈঠকের আলোচনা-সমালোচনার মধ্যে এ বাজার দুলতে থাকে। চলতি বছরের জানুয়ারিতে বাজার কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করে। তবে তা ৫০ ডলারের বেশি উপরে উঠতে পারেনি।
আন্তর্জাতিক বাজারে সর্বশেষ কার্যদিবসে অপেক্ষাকৃত উন্নত মানের অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হয় ব্যারেলপ্রতি ৪৮.৯০ ডলার। যা এর আগের কার্যদিবস থেকে ২.০৪ ডলার বা ৪.৪ শতাংশ বেশি। আর ওয়েস্ট টেক্সাট ইন্টারমিডিয়েট শ্রেণির তেলের দর ৪ শতাংশ বেড়ে ৪৭.৪৯ ডলারে বিক্রি হয়।