শেয়ার বেচবে খুলনা পাওয়ারের কর্পোরেট উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের কর্পোরেট উদ্যোক্তা ইউনাইটেড এন্টারপ্রাইজ অ্যান্ড কোম্পানি লিমিটেড শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এই কর্পোরেট উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ১২ কোটি ৭৪ লাখ ৬৯ হাজার ৪৫৬টি শেয়ার রয়েছে। এই পুরো শেয়ার বিক্রি করবে প্রতিষ্ঠানটি।

প্রসঙ্গত, ইউনাইটেড এন্টারপ্রাইজ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবে।