দ্রুত সময়ে বাংলাদেশের সাথে বিদ্যুৎ নিয়ে চুক্তি করবে নেপাল : নেপালের জ্বালানিমন্ত্রী
নেপালের জ্বালানিমন্ত্রী জনার্দন শর্মা বলেছেন, বাংলাদেশের সাথে যৌথভাবে বিদ্যুৎ কেন্দ্র করতে ইচ্ছুক নেপাল। এজন্য দ্রুত চুক্তি করা হবে।
এনার্জি বাংলা’র সাথে আলাপকালে তিনি একথা বলেন।
বিদ্যুৎ জ্বালানি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনার্দন শর্মা। বুধবার আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার আগে এনার্জি
বাংলার সাথে তার কথা হয়। এ সময় তিনি বলেন, ভারত বাংলাদেশ নেপালসহ দক্ষিণ এশিয়াতে জ্বালানি অভাব আছে। এখানে আছে জ্বালানির বড় বাজার। এই অঞ্চলের সম্পদ দিয়েই নিজস্ব চাহিদা মেটানো সম্ভব। তিনি বলেন, নেপালে জলবিদ্যুতের প্রচুর সম্ভাবনা আছে। জলবিদ্যুতের দামও কম। বাংলাদেশ নেপাল যৌথভাবে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করলে উভয়েরই উপকার হবে।এজন্য দুই দেশের মধ্যে চুক্তি করা হবে।
জনার্দন শর্মা তার দেশের পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, নেপালে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। অদূর ভবিষ্যতে ১০ হাজার মেগাওয়াট উৎপাদন করা হবে। নেপালের সেই পরিকল্পনার সাথে বাংলাদেশ অংশীদার হতে পারে।