গ্যাসের দাম বাড়লে কঠোর কর্মসূচি
গ্যাসের দাম বাড়ানো হলে নিত্যপণ্যসহ সব ধরনের জিনিসের দাম বাড়ার পাশাপাশি নাগরিক জীবনে এর নেতিবাচক প্রভাব পড়বে। সরকার সাধারণ মানুষের কথা না ভেবে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর স্বার্থ দেখছে। গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা এলে কঠোর কর্মসূচি দেয়া হবে।
বুধবার কারওয়ান বাজারে অবস্থিত বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সামনে গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করে বিভিন্ন বাম সংগঠন। এ সময় অনুষ্ঠিত সমাবেশ থেকে নেতাকর্মীরা এ কথা বলেন।
গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া যেকোনো মূল্যে ঠেকানোর তাগিদ দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেন, যদি এবার আমরা দাম বাড়ানো ঠেকাতে না পারি তাহলে আবারও যে দাম বাড়াবে না তার কোনো নিশ্চয়তা নেই। সুতরাং এবারের দাম বাড়ানোর প্রক্রিয়া যেকোনো ভাবে আমাদের ঠেকাতে হবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, এখন সবগুলো গ্যাস কোম্পানি লাভে থাকার পরও দাম বাড়ানোর প্রস্তাবের কোনো যুক্তি থাকতে পারে না। বরং কমানোর সুযোগ আছে। গ্যাসের দাম বাড়ালে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে তিনি ঘোষণা দেন। জ্বালানি বিশেষজ্ঞ এম সামসুল ইসলাম বলেন, যখন ঘাটতি থাকে, লোকসান হয় তখন সেই লোকসান পূরণের জন্য জনগণের কাছ থেকে দাম আদায় করে লোকসান পূরণ হয়। কিন্তু গ্যাস খাতে কখনোই ঘাটতি ছিল না। আজও ঘাটতি নেই। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, জনগণের কথা না শুনে আইন ভঙ্গ করে আপনারা যদি সরকারের নির্দেশে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেন, গণবিস্ফোরণের মুখোমুখি হবেন এবং সরকারকেই তার জন্য দায়ী হতে হবে।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সভাপতি খালেকুজ্জামান, জ্বালানি বিশেষজ্ঞ বিডি রহমত উল্লাহ, সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স।
এদিকে বিইআরসি সূত্র জানায়, ১ জানুয়ারি থেকে গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে পত্র-পত্রিকায় যে খবর প্রকাশিত হয়েছে। তা পুরোপুরি ঠিক নয়। বিইআরসির একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিতরণ কোম্পানিগুলো। এই দামের ওপর গণশুনানী করা হয়েছে। এখন বিইআরসি এই প্রস্তাব ও শুনানীর মতামতগুলোর ওপর ভিত্তি করে যাচাই বাছাই করছে। কিন্তু এখন দাম বাড়ানো হচ্ছে এমন কথা বলা বোধহয় ঠিক হবে না।
সঞ্চিতা সীতু
শব্দ: ৩০৭