আবুল মনসুর মো: ফয়জুল্লাহ পেট্রোবাংলার চেয়ারম্যান
পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান হলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব আবুল মনসুর মো. ফয়জুল্লাহ। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে।
১৫ ডিসেম্বর পেট্রোবাংলার চেয়ারম্যান ইশতিয়াক আহমেদকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেয় সরকার। এর পর থেকে চেয়ারম্যানের পদটি খালি ছিল। ২২ ডিসেম্বর এক আদেশে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জাকির হোসেনকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পেট্রোবাংলার চেয়ারম্যানের পদের দায়িত্ব দেয়া হয়।