পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান দায়িত্ব বুঝে নিলেন
বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান আবুল মনসুর মো. ফয়েজউল্লাহ এনডিসি তার কার্যালযে এসেছিলেন।
রোববার সকালে তিনি চেয়ারম্যান হিসেবে তার দায়িত্ব বুঝে নেন।
এ আগে তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৬ সালের ২১ জানুয়ারি বাংলাদেশ সিভিল সর্ভিস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার পদে যোগ দেন। তিনি মাঠ প্রশাসন ও সচিবালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এবং জাপানের বাংলাদেশ দূতাবাসে কর্মাশিয়াল কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, তিনি এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, চায়না এ বাংলাদেশ সরকারের পক্ষে অলটারনেটিভ ডাইরেক্টর এর দায়িত্ব পালন করেছেন।
পেট্রােবাংলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তিনি ১৯৬১ সালের ৩১ আগস্ট চট্টগ্রামে জন্ম গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ হতে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করার পাশাপাশি জাপান এবং নেদারল্যান্ডস এ উচ্চশিক্ষা গ্রহণ করেন তিনি। এছাড়াও, তিনি বাংলাদেশ ইউনির্ভাসিটি অব প্রফেশনাল থেকে মাস্টার্স অব সিকিউরিটিজ স্টাডিজ ডিগ্রী অর্জন করেছেন। ফয়জুল্লাহ বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজ হতে ২০১২ সনে এনডিসি কোর্স সম্পন্ন করেছেন। ব্যক্তিজীবনে তিনি দুই সন্তানের জনক।
পেট্রোবাংলার চেয়ারম্যান পদে দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা কামনা করেন। একই সাথে তিনি সকলকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানান।