চট্টগ্রামে অবৈধ বিদ্যুৎ ব্যবহার ও বকেয়া বিলে ১১ মামলা

চট্টগ্রাম নগরীতে বিদ্যুৎ বিল বকেয়া থাকা ও অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে ১১টি মামলার পাশাপাশি ১২টি সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

সোমবার পিডিবি চট্টগ্রাম এর বিদ্যুৎ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহি উদ্দীনের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এসব সংযোগ বিচ্ছিন্ন ও মামলা করা হয়।

পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগ খুলশী এর আওতাধীন শেরশাহ, কসমোপলিটন, ২ নম্বর রেলগেট রোড, ষোলশহর স্টেশন এবং তুলাতলি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পিডিবির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. মনিরুজ্জামান বলেন, অভিযানে বিভিন্ন অঙ্কের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ১১ জন গ্রাহকের বিরুদ্ধে মামলা করা হয়। তাদের কাছে প্রায় সাড়ে ১০ লাখ টাকা বিল বকেয়া ছিল। বকেয়া বিল ও অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে ১২ জন গ্রাহকের সংযোগও বিচ্ছিন্ন করা হয়।