জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নিজস্ব অর্থ ব্যয় হচ্ছে
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব উন্নত দেশগুলো থেকে প্রয়োজনীয় অর্থ না পেলেও এ চ্যালেঞ্জ মোকাবিলায় নিজস্ব তহবিল থেকে অর্থ ব্যয় করা হচ্ছে।
আজ রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে জলবায়ুর প্রভাব মোকাবিলায় অর্থায়ন শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন অর্থমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিশ্বে বাংলাদেশের ভূমিকা অগ্রগামী বলেও দাবি করেন তিনি।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পর্যাপ্ত অর্থ না পাওয়ার কথা স্বীকার করে অর্থমন্ত্রী বলেন, বিভিন্ন জটিলতার কারণে এ অর্থ ছাড় পাওয়া যাচ্ছে না।
সমস্যাগুলো যথাযথভাবে চিহ্নিত করে প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এখন পর্যন্ত নেওয়া প্রকল্পগুলো গুণগত মান নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়াও ব্যক্ত করেন আবুল মাল আবদুল মুহিত।