আগষ্ট মাসের জন্য এলপিজি’র দাম বাড়ল
নিজস্ব প্রতিবেদক:
আগষ্ট মাসের জন্য এলপিজি’র দাম বাড়ল। খুচরা পর্যায়ে ১২ কেজির দাম ১৪১ টাকা বাড়িয়ে এক হাজার একশ’৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ৯৪ টাকা ৯৬ পয়সা।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি’র চেয়ারম্যান মো. নূরুল আমিন নতুন দাম ঘোষণা করেন। কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, সৌদি আরামকোর দাম বাড়ায় স্থানীয় পর্যায়ে বেসরকারি আমদানিকারকদের জন্যও দাম বাড়ানো হয়েছে। যারা নির্ধারিত দামে গ্যাস বিক্রি করবে না তাদের শাস্তির আওতায় আনা হবে বলেও জানান তিনি।
এলপিজির সাথে পরিবহনের জ্বালানি অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতিলিটারের দাম নির্ধারণ করা হয়েছে ৫২ টাকা ১৭ পয়সা।
নতুন দাম অনুযায়ি সাড়ে ৫ কেজির দাম ৫২২ টাকা, ১২ কেজি এক হাজার ১৪০ টাকা, সাড়ে ১২ কেজির দাম এক হাজার ১৮৭ টাকা, ১৫ কেজি এক হাজার ৪২৪ কোটি টাকা, ১৬ কেজি এক হাজার ৫১৯ টাকা, ১৮ কেজি এক হাজার ৭০৯ টাকা, ২০ কেজি এক হাজার ৮৯৯ টাকা, ২২ কেজি দুই হাজার ৯০ টাকা, ২৫ কেজি দুই হাজার ৩৭৪ টাকা, ৩০ কেজি দুই হাজার ৮৪৯ টাকা, ৩৩ কেজি তিন হাজার ১৩৪ টাকা, ৩৫ কেজি তিন হাজার ৩২৪ টাকা এবং ৪৫ কেজির দাম চার হাজার ২৭০ টাকা।