আগামী দুই বছরে ৯০ শতাংশ এলাকায় বিদ্যুৎ যাবে

প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ

দেশের কোনো মানুষ বিদ্যুতের আলো থেকে বঞ্চিত থাকবে না। প্রত্যেকেই বিদ্যু‍ৎ সুবিধা ভোগ করতে পারবেন। প্রত্যন্ত যেসব অঞ্চলে এখনো বিদ্যুৎ নেই, সেখানে বিদ্যু‍ৎ পৌঁছে দেবে আওয়ামী লীগ সরকার।

বুধবার নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আশুজিয়া জেএনসি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাস, জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, স্কুলের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে দেশের মানুষ অন্ধকারে থাকবে না। জননেত্রী শেখ হাসিনা দেশ নিয়ে ভাবেন। সুতরাং কারো দুশ্চিন্তার কারণ নেই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দেশের জনগণকে অন্ধকারে থাকতে হবে না।