আগামী পাঁচ বছরে বিদ্যুৎ উৎপাদন দ্বিগুণ হবে – উপদেষ্টা

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্ঠা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম বলেছেন, আগামী পাঁচ বছরে বিদ্যুৎ উৎপাদন বর্তমান সময়ের চেয়ে দ্বিগুণ হবে।
মঙ্গলবার রাজধানীর হোটেল রেডিসনে জ্বালানি ও বিদ্যুতের ওপর আয়োজিত ‘ ভবিষ্যৎ এখনই নিরাপদ কর’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও জার্মানের বহুজাতিক কোম্পানি টুব সুড যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। টুব সুড’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিরঞ্জন নাদকারিনি’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিইআরসি’র চেয়ারম্যান এ আর খান,  বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. টমাস প্রিনজসহ অন্যরা উপস্থিত ছিলেন।
তৌফিক-ই-ইলাহী বলেন, শিল্পকারখানাকে বর্তমান সরকার সব সময় প্রাধান্য  দেয়। দেশের অর্থনৈতিক অগ্রগতির অনগ্রসরতার সঙ্গে জ্বালানি ও বিদ্যুৎ ওতোপ্রোতোভাবে জড়িত। ২০২১ সালের মধ্যে সকলের জন্য বিদ্যুৎ নিশ্চিত করান লক্ষ ঠিক করা হয়েছে। কিন্তু এই লক্ষ অর্জন করতে ২০২১ সাল লাগবে না। ২০১৮-২০১৯ সালের মধ্যেই দেশের সকল মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা সম্ভব হবে। তিনি বলেন, পোশাক খাতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কিছু বড় বড় কারখানা বিদ্যুৎ কেন্দ্রের পাশে স্থানান্তর করার চিন্তা করা হচ্ছে।