আগে খাদ্য নিরাপত্তা তারপর কয়লা উত্তোলন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগে খাদ্য নিরাপত্তা তারপর কয়লা উত্তোলন।কয়লা উত্তোলন করতে গিয়ে জমি নষ্ট করা যাবে না।কয়লা উত্তোলণে আরো নতুন প্রযুক্তি হয়তো এই সময়ের মধ্যে চলে আসতে পারে।এই মুহূর্তে কয়লা উত্তোলণের ব্যাপারে নতুন প্রযুক্তির জন্য অপেক্ষা করব।

তিনি বলেন, আমদানিকৃত কয়লা দিয়েই আগামী ৫ বছরে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে।কয়লা উত্তোলণ নিয়ে গবেষণা বাড়ানোর বিষয়েও প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

কয়লা উত্তোলনের ব্যাপারে নতুন প্রযুক্তির জন্য অপেক্ষা করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগে কৃষকদের জমি আগে রক্ষা করতে হবে, পরে কয়লা উত্তোলন। গত ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে সাড়ে তিন ঘণ্টা অফিস করে এসব কথা বলেন তিনি। বৈঠক শেষে প্রধানমন্ত্রী বেরিয়ে যওয়ার পরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সাংবাদিকদের বলেন, সবচেয়ে বড় ব্যাপার হলো, কয়লা নিয়ে প্রায়ই কথা হয়, এ ব্যাপারে প্রধানমন্ত্রী দিক-নির্দেশনা দিয়ে গেছেন।