আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস

আজ বিশ্ব পরিবেশ দিবস। বিশ্বের সব দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হবে।
নদী ভঙ্গনের শিকার হয়ে নদী পাড়ের মানুষদের বারবার বসবাসের ঠিকানা পরিবর্তন করতে হয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন নদীর ভাঙ্গনের কারণে সারাজীবনের একজন মানুষের গড়ে ২২ বার ঠিকানা পরিবর্তন করতে হয়। পরিবেশের এ প্রতিকুল অবস্থার কথা স্মরণ করেই এবারের পরিবেশ দিবসের প্রতিপাদ্য ধরা হয়েছে ‘হতে হবে সোচ্চার, সাগরের উচ্চতা বাড়াবো না আর’।
পরিবেশের ভারসাম্য রক্ষায় গণসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত কার্যকর বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সুইডেনের রাজধানী স্টকহোমে ১৯৭২ সালে জাতিসংঘের উদ্যোগে পরিবেশ সংক্রান্ত এক আন্তর্জাতিক সম্মেলন হয়। অক্টোবরে ২৭তম জাতিসংঘ সাধারণ পরিষদ স্টকহোম সম্মেলনের প্রস্তাব অনুযায়ী জাতিসংঘ পরিবেশ পরিকল্পনা কার্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। এখান থেকেই ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়। সম্মেলনের শুরুর দিনটিকে স্মরণীয় করে রাখতেই জাতিসংঘ ৫ জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করে। প্রথম বিশ্ব পরিবেশ দিবসটি পালন করা হয় ১৯৭৩ সালে। এরপর থেকে প্রতি বছরের ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এ্যাড. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ ও বিরোধী রাজনৈতিক দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আলাদা আলাদা বানী দিয়েছেন। এছাড়া পরিবেশ ও বন মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠন দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসুচি গ্রহণ করেছে। এসব কর্মসুচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনাসভা, পুরস্কার বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠান।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ তাঁর বানীতে পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ দেশের সকল নাগরিককে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর তার বানীতে বলেন, সরকার জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় জাতিসংঘসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি আমি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিশ্ব সম্প্রদায়সহ দেশের সকল নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানান।
এদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে মঙ্গলবার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বণাঢ্য শোভাযাত্র বের করা হয়। শোভাযাত্রাটি সকাল ৮টায় জাতীয় যাদুঘর থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের টিএসটি ও দোয়েল চত্বর হয়ে ওসমানী স্মৃতি মিলনায়তনে গিয়ে শেষ হয়। এ সময় সাগরের উচ্চতা বৃদ্ধি রোধ ও পরিবেশ রক্ষার আহ্বান জানিয়ে শ্লোগান দেয়া হয়। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব শফিউল আলম পাটোয়ারী এবং পরিবেশ অধিদফতরের মহাপরিচালক রইসুল আলম শোভাযাত্রায় শেষে সমাপনী বক্তব্য দেন।
এদিকে পরিবেশ দিবস উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে সারাদেশ ব্যাপি বৃক্ষরোপন অভিযান। তিন মাস এই কর্মসুচি পালন করা হবে।