আজ বিশ্ব পরিবেশ দিবস
আজ সোমবার বিশ্ব পরিবেশ দিবস। ‘প্রকৃতির সাথে মানুষের সংযোগ’ প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।
পরিবেশ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।
রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবেশ দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে বৃক্ষমেলারও উদ্বোধন করেন তিনি।
দিবসের কর্মসূচি : পরিবেশ দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ (আইডিএমভিএস), সিপ, পরিপ্রেক্ষিত ও সেভ দ্য চিলড্রেন সমন্বিতভাবে একটি শোভাযাত্রা ও ‘ইয়ুথ ক্লাইমেট পার্লামেন্ট পরিবেশ বিতর্ক’ কর্মসূচির আয়োজন করেছে।