আজারবাইজানে তেল ক্ষেত্রে অগ্নিকাণ্ডে ৩২ শ্রমিক নিহত
কাস্পিয়ান সাগরে আজারবাইজান নিয়ন্ত্রিত জলসীমায় একটি তেল উত্তোলন ক্ষেত্রের শুক্রবার অগ্নিকাণ্ডে ৩২ শ্রমিকের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তেল উত্তোলন ত্রেটির মালিক আজারবাইজানের রাষ্ট্র নিয়ন্ত্রিত কোম্পানি এসওসিএআর। আজারবাইজানের তেল শ্রমিকদের অধিকার রা কমিটির প্রধান মিরভারি জাখরামানলি রয়টার্সকে বলেন, আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, ওই উত্তোলন ক্ষেত্র থেকে ৪২ শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহত হয়েছেন ৩২ জন। আগুন এখন নিয়ন্ত্রণে।