আণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে রুশ-মিয়ানমার সমঝোতা
রাশিয়া ও মিয়ানমার এখন থেকে আণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে পরস্পরকে সহযোগিতায় করবে। সম্প্রতি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম চলার সময় এই বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটমের প্রধান নির্বাহি সের্গেই কিরিয়েনকা এবং মিয়ানমারের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী অধ্যাপক অং কিয়াও মিয়াত নিজ নিজ দেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারকে যেসব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার কথা উল্লেখ করা হয়েছে সেগুলো হলো: মৌলিক ও ফলিত গবেষণা, রেডিও আইসোটপের ব্যবহার, যৌথ গবেষণা, নিউক্লিয়ার মেডিসিনে প্রযুক্তির উন্নয়ন, রেডিও ইমিউনোথেরাপি, আণবিক নিরাপত্তা বৈশিষ্ট্য, তেজস্ক্রিয়তা প্রতিরোধ, পরিবেশের ওপর তেজস্ক্রিয়তার ঝুঁকি নিরূপণ এবং বিশেষজ্ঞ প্রশিক্ষণ। এই কাজ বাস্তবায়নের জন্য একটি যৌথ কমিটি গঠনের কথাও উল্লেখ করা হয়েছে।