আপাতত জ্বালানি তেলের দাম কমার সম্ভাবনা নেই

বিপিসি চেয়ারম্যান সাংবাদিক সম্মেলনে কথা বলছেন।

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) চেয়ারম্যান এ বি এম আজাদ বলেছেন, ডিজেল বিক্রি করে এখনো ২ থেকে ৩ টাকা লোকসান হচ্ছে। এ কারণে জ্বালানি তেলের দাম আপাতত কমানোর কোনো সম্ভাবনা নেই।
রাজধানীর কারওয়ান বাজারে বিপিসি কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, গত নভেম্বর মাসে বিপিসি জ্বালানি তেল বিক্রি করে মোট ৪৩ কোটি টাকা লোকসান করেছে। এর মধ্যে ডিজেল বিক্রিতে লোকসান হয়েছে ২৩৩ কোটি টাকা। পেট্রোল-অকটেন বিক্রি করে লাভ হচ্ছে।
চেয়ারম্যান বলেন, পরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি আন্তর্জাতিক বাজারে ১০৩ ডলার থাকলে লাভও হয় না লোকসানও হয়না। কিন্তু এর বেশি হলেই লোকসান হয়। গত নভেম্বর মাসে গড়ে ব্যারেলপ্রতি পরিশোধিত ডিজেলের দাম ছিল ১০৫ ডলার।